
.
চতুর্থধাপে আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের সমর্থনে নেতাকর্মী ও সমর্থকরা পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে প্রচারণা ও শোভাযাত্রা করেছেন।.
.
.
রবিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার বেতদিঘী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি বেতদিঘী ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ফুলবাড়ী উপজেলাসহ বেতদিঘী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।.
.
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময়সহ দোয়া-আশীর্বাদ ও ভোট কামনা করেন। .
.
বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস বলেন, বেতদিঘী ইউনিয়নের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ প্রস্তুত আগামী ৫ জুন স্বঃতস্ফূর্ত ভোট প্রয়োগের মাধ্যমে মুশফিকুর রহমান বাবুলকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে। মোটরসাইকেল শোভাযাত্রায় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জানান দিচ্ছে আমাদের জয় নিশ্চিত আসবে। .
.
উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল বলেন, আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি আমার ছাত্রজীবন থেকেই নিজের বা পরিবারের চিন্তা না করে, মানুষের সেবায় ও দলের হাতকে শক্ত করতে কাজ করে যাচ্ছি।.
.
এবার উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী। আমি নির্বাচনে নেমে আমার প্রতি মানুষের ভালোবাসা দেখতে পেয়েছি। প্রচারণা চলছে। ইনশাল্লাহ্ আগামী ৫ জুন জনগণের ভোটে আমি বিপুল ভোটে জয়যুক্ত হব। .
. .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
আপনার মতামত লিখুন: